তুমি কি করে জানবে??
রোজ আকাশে তারার সাথে
কি হয় আমার গল্প!!
কার জন্য প্রতীক্ষা আর
আমার সকল কাব্য।
জানতে যদি বুঝতে
তিস্তা থেকে রুপসা জুড়ে
আমায় শুধু খুঁজতে??
তবু মন্দ কি আর তাতে?
সব পুরাতন সবাই কি আর
আগলে ধরে রাখে!!
ফানুশ হয়েই উড়ুক আকাশে
মেঘমালার'ই কাব্য।।
তবু তুমি এসো,
উদয় পদ্মের বুক চিড়ে রোজ
তোমার খোঁজই করবো
একলা পথের পথিক হয়ে
মেঘমালারে খুঁজবো.....
এতটুকুন বুক
পারবো কি আর তোমার দেয়া
সঁইতে এত সুখ!!
তবুও আমি দারিয়ে থাকি
সঠান করে বুক
আমার দাহে পুড়ে মরুক
তোমার সকল দুখ!!!!
তুমি নতুনেই খুঁজো সুখ!!!!!