আমি জানি, তুমি
চৈত্রের বসন্তে উড়ে বেরানো
পতেংগা ঘুড়ি!!
উওপ্ত মরুর বুকে
আচমকা মাটি ভেদ করা
জমজমের পানি!!
তুমি কায়রোর বাতাসে
ব্যাপন পক্রিয়ায় ছড়িয়ে পড়া
ঝলসানো কাবাবের গন্ধ!!
তুমি ইথিওপিয়ার বুকে
স্বাধীনতাকামী সেই
নীল মানবের কন্ঠ!!
তুমি রবীন্দ্রনাথ এর কন্ঠে
''আমারো পরান যাহা চায়"
তুমি নাজিমের লিখা কলমের আচড়ে_
"প্রিয়তমা,সেই বধু আমার"!!
###মেঘের জন্য কবিতা(মেঘকন্যা -২৫)