তোমার কি মনে পরে প্রিয়
যেদিন প্রথম তোমার হাত টা শক্ত করে ধরেছিলাম,
আকাশে পুর্নিমা ছিল কিনা জানা নেই আমার।
তুমি বলেছিলে ছেড়ে দিবে না তো কখনো আবার?
মনে মনে বেশ হেঁসেছিলাম_
পাগলিটা বলে কি আমার।
আমি হলাম প্রস্তর যুগের
প্রেম যোদ্ধা,
হৃদপিন্ডের শীলা ঘঁষে যে নাম লিখেছি বুক পাঁজরে,
তা তো ক্ষয়ে যাবার নয়।।
বিচ্ছিন্ন ব-দ্বীপের মাঝে
ফসিলের বুকে আচঁড় কেটে
সমুদ্রের যে সুর শুনেছিলাম একখানা চাঁদর মুড়িয়ে
আমরা দুজন,
সে দিন তো ভুল যাবার নয়।।
তুমি হয়তো জানো না
তোমাকে ভালোবাসি বলার পর,
আমার অভিধানে নিষিদ্ধ হয়েছে ভালোবাসি শব্দটা।
যদি আমার থাকতো ইকারুসের ডানা,
ছোঁ-মেরে চলে যেতাম
তোমার শহরের সবচাইতে প্রিয় দেয়ালের কার্নিশে।
বাঁধতাম একটা খড়কুটোর বাসা।
নিশিথ রাতে যখন চাঁদ হেলান দিত তোমার মনের গহীনে,
শোনাতাম পৃথিবীর সবচাইতে স্নিগ্ধ ভালোবাসার গান ।
মেঘের বুকে মেঘ দিয়ে তোমার জন্য গেঁথেছি যে মালা,
একদিন নিজ হাতে পরিয়ে দিব তোমার গলায়।
একবার শুধু বলো_
ভালোবাসো কি আমায় মেঘমালা!!!!
#মেঘের ডায়েরী_
রাত-৩.১৫(২৭ ফেব্রুয়ারী ২০২৪)