তোমার আছে টিয়ারশেল,
আছে সাউন্ড গ্রেনেড
আমার আছে অসীম বুকে
ভাই হত্যার ক্ষত!!
তোমার আছে পুলিশ
আছে বিজেবি
বিবেকের চোখে তাকিয়ে দেখ সব_
খুনি আর খুনি।।
তুমি বাংলাদেশ
আমি ও বাংলাদেশ
তবে কেন করছো গুলি
আমাদের বুকেতে!!
চোখ টা মেলে দেখো
চেতনার পর্দা খুলো
দেখবে শুধু ভাসছে লাশ
আমার সোনার বাংলাদেশে!!