যেদিন তুমি আসবে
সেদিন গাছে গাছে ফুটে থাকবে রক্তিম কৃষ্ণচুড়া,
বাতাসে বইবে বিশুদ্ধ অক্সিজেন,
ব্যাস্ত নগরী ঢাকায় থাকবে না কোন ট্রাফিক জ্যাম,
লাল নীল বাতির ভেতর আটকে পড়বে না
হেটে যাওয়া পথিকের পথ!!
যেদিন তুমি আসবে
শ্বেত বক খুজে পাঁবে তার আপন নীর,
রাস্তার মোড়ে ক্ষুদার্থ পথশিশুটির হাতে থাকবে
একটা বিরিয়ানির প্যাকেট,
মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায় থাকবে
খুব নীবিড় ধার্মিক মন
যেথায় থাকবে না কোন ভাড়ামী কিংবা গৌড়ামি।
যেদিন তুমি আসবে
শহরের সবপ্রেমিক যত্ন করে পরে নিবে
সাদা সফেদ পাঞ্জাবী,
হাতে থাকবে প্রিয় তিনটি রংয়ের গোলাপ,
তোমার প্রতিক্ষায় কাটানো প্রতিটি মুহুর্তে তারা খুজে পাবে জান্নাতের আভাস।
যেদিন তুমি আসবে
সেদিন বন্ধ থাকবে শহরের অভিজাত সব পানশালা,
পথ ভ্রষ্ট মানুষ থাকবে না কোন নেশার ঘোরে,
বন্ধ হয়ে থাকবে না পৃথিবীর কোন ঘড়ির কাটা,
সঞ্চিত সব ভালোবাসা নিয়ে অপেক্ষা করবে
পৃথিবীর সব দেবদাস!!
যেদিন তুমি আসবে
সব সব সব গোরস্থান ছেয়ে যাবে হাজারো দুর্বাঘাসে
শুধু থাকবে না কোন নাম আমার এপিটাফে!!
যেদিন
যেদিন তুমি আসবে...........৷
০৯/০২/২০২৪
রাত ১ টা
শিল্পকলা একাডেমির চিলেকৌঠায় লিখা...