অচেনা শহর টা রংগিন ছিল_
আয়োজনে কমতি ছিল না কিছুর
মৃদু বাতাস জানান দিচ্ছিল
হীম শীতের আগমনী বার্তা
অচেনা শহরের প্রতি টা নিয়ন বাঁতি
আলো দিচ্ছিল ঠিক ব্যাস্তানুপাতিক হারে,
এত এত আয়োজনের মাঝে ও
একটা বোকা মানুষ
বুঝতে চেষ্টা করছে
বিষন্ন এক তুমিকে!!!