এই যে তপ্ত রোদ
ক্ষিপ্ত ক্রোধ
মেঘহীণ বজ্রপাত
অকারণে আঘাত
প্রাচুর্যেও শূন্যতা
পায় পাপেই পূর্ণতা ;
ভদ্রতা তাই
ভোগে হীনমন্যতায়।
এখন আলো জ্বলে
বাতি নেবালে
কুৎসিত হাসি ফোটে
সরলতার আড়ালে
গোবরে পদ্মফুল
এখানে নাহি ফলে
আঙ্গুল ফুলে
অথর্বও কলাগাছ হয়;
ভদ্রতা তাই
ভোগে হীনমন্যতায়।