“তুমি এসেছো বলে”
আদিত্য আজি অতি অতুলনীয়
নীরদ নেই নীল আকাশে একটুও
প্রকৃতির পরিবেশ আজ অতি রমনীয়।
জলে ভরা জলধি করছে চকচক
যেন হিরণ্য
লোচন যায় যে দিকেই
সবই লাগে সুদৃশ্য।
আহ্লাদে আজ আমার
অন্তর আলোকিত
কৃত্রিমতা নয়, প্রাকৃতিক সৌন্দর্যেে
আজ সবই আবৃত।
ঢালে ঢালে মনের সুখে গাচ্ছে দ্বিজ
থৈ-থৈ পানিতে ফুটেছে কত সরসিজ।
ফূল বাগে ফুটে আছে কত কত ফুল
সুখ যেন আজ সুখে সুখে ভাঙবে তার কূল।
এসেছো আজ তুমি মোর নিকেতনে
তাইতো সেজেছে সব আপন মনে।
ভালোবাসবে, ভালোবাসবো, ভালোবাসার-
খেলায় মেতে থাকবো দুজনে।
লেখার সময়কাল-২০০৮, ফেনী।