সেদিন কেঁদে আর কি হবে
লোক দেখানো ছাড়া;
যেদিন শরীরের শেষ রক্তবিন্দু শক্ত হবে,
প্রাণের হবে সারা।

যেদিন ভবে আমার অস্তিত্বটাই
হবে তোমার একমাত্র চাওয়া।
সেদিন ভুল-ত্রুটির উর্ধ্বে গিয়ে
হবো আমি দূর আকাশের তারা।

তাচ্ছিল্যে ভুলের পাহাড় বানিয়ে
সর্বদা করছো আমায় হেয়।
সেদিনই বুঝবে প্রথম; আমি ছাড়া
বিপদে পাশে থাকেনি কেউ।

কি হবে সেদিন কবরে ফুল দিয়ে
ফেলে চোখের জল?
প্রাণ থাকতে দাম দাওনি মোটে
করে গেলে আজীবন ছল।

তোমার মুখের হাসি চেয়েছি;
বলতে চেয়েছি মনের সব।
চোখে মুখে কড়া ব্যাক্তিত্ব নিয়ে
বানিয়ে রেখেছিলে জিন্দা শব।

নীদহীন কত নিশি গত করেছি
বুকের ব্যাথা আর অশ্রু জ্বলে।
বুঝতে দেইনি কখনো তোমায়
অনেক ভালোবাসি বলে।

সেদিন প্রাণহীন আমার জন্য না কেঁদে
আজ থেকে কথা বলো একটু হেসে।
তবে ভালো থাকবো দুজনে বাকী জীবন
থেকে সুখ-দুঃখে দুজন দু'জনার পাশে।







খিলক্ষেত, ঢাকা
০৫-০১-২০২৫