(কাব্য-০১)
ক্ষণিকেন তরেে...
এসো হে মোর প্রিয়া মোর ধারে,
ক্ষণিক আলিঙ্গনে...
অশেষ সুখ দিয়ে যাও মোর মনে।
আজ তোমারো একটু পরশ
চকিতে চকিতে হৃদয় মোর করিবে সরস
তোমারো এলো কেশ, দখিনা হাওয়ায়
মায়াবী আকর্ষনে মাতাল করবে আমায়।
এসো হে মোর প্রিয়া
এসো মোর আঙ্গিনায়
ক্ষাণিক সুখ দিয়ে যাও
আছি বড় যন্ত্রনায়।
(কাব্য-০২)
প্রিয়তমা মোর তুমি অনিন্দ্য সুন্দর
তব ভালোবাসা পেয়ে প্রশান্ত হলো মোর অন্তর।
এ ভালোবাসায় সুখ আর সুখ,
ঝগড়া-ঝাটি আর তোমার অভিমান-
তাও উপভোগ করি খুব।
তোমার ভালোবাসা তুলোনাহীন
তোমার রাগ ভাঙ্গানোতে উপভোগ করি খুব
রাজ্য জয়ের সুখ।
আমার ভালোবাসার বিশাল অরণ্যে
তুমি একমাত্র পাখি
আদর করে তোমায় ডাকি লক্ষীনি
তুমি ডঙ্গিনি, লক্ষীনি বড় অভিমানী
তোমার ভালোবাসা পেয়ে আমি বড্ড সুখি।
(কাব্য-০৩)
অপ্সরার ন্যায় তোর কপোলখানি
ছড়াচ্ছে প্রভা,
স্বাদ জাগে চুম্বন এঁকে দেই
এযে প্রচন্ড লোভা।
বদনখানি তোর অমিত উদ্ভাসিত
তোর রুপে আমি খুব উল্লাসিত।
সুন্দরীনি আছে যত ধরনী জুড়েে
আমার দৃষ্টিতে তুই সকলের চূড়ে।
পর্বত, অর্ণব, দ্বিজ, প্রসূন
আর বাসন্তি সমীরন,
এসব দিয়ে যায়না দেয়া তোর উপমা
তুই যে মোর চন্দ্রবতী, হয়না তোর তুলনা।