শুদ্ধ খোঁজো নাকি সত্য?
শান্তি নাকি আধিপত্য?

সত্য খুঁজলে অহরহ সত্য পাবে
আহামরি শুদ্ধ পাবেনা এই ভবে।

শুদ্ধই ছিলো সব  আদিতে
শুদ্ধ ছিল সূয্যিমামা
সমুদ্র ও তার উর্মিমালা
শুদ্ধ ছিল এই জমিন, এই বাতাস
শুদ্ধ ছিল নির্মল ওই আকাশ।

এখনো সবই সত্য; শুদ্ধ খুবই ক্ষীণ।
শান্তির দোহাই দিয়ে আধিপত্য বিস্তারে
সব শুদ্ধ কে সত্য রেখে
বিষাক্ত করেছে কে জানো?

-মানুষের খোলসে সাধুর প্রলেপ মেখে
অশুদ্ধ, সত্য, বিষাক্ত এই আমরাই।

সব সত্যই শুদ্ধ নয়, তবে সব শুদ্ধই সত্য।

স্থির হও; বাড়াও ধৈর্য
মানুষ হও আগে মানুষের মত।