অমিত উদ্ভাসিত প্রকৃতি;
তোমাকে সুদৃশ্য বলে সকলেই দেয় স্বীকৃতি ।
হাজারো লাখের মাঝে তুমি একটাই,
তোমার কোন তুলনা নাই ।
তোমার মনোরম প্রকৃতি কে শোভমান করে দেয় দিনস্বামী,
তুমি আর কেউ নয়, তুমিই আমার জন্মভূমি ।
তোমার বুকে থাকি বলে, ভুলে যাই সব দুঃখ ক্লেশ ।
ওগো জন্মভূমি সুবর্ণ বাংলাদেশ ।
তোমায় পাওয়ার আশায় জীবন দিয়ে ছিল অগণিত মা-বাবা, বোন-ভাই।
তারা এখনো জীবিত আছে উন্নতশিরে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় ।
লাখো প্রাণের বিনিময়ে পেয়েছি মোরা তোমায়,
তোমায় ছাড়া থাকতে পারবো না দূর অজানায় ।
ধরণীর বুকে যতদিন বাঁচবো,
তোমাকেই শুধু ভালোবাসবো ।
তোমার মাঝে থেকে যারা করবে অন্যায় অবিচার,
তাদের ভালো না করে করবো শুধু সর্বনাশ ।
ওগো জন্মভূমি সুবর্ণ বাংলাদেশ ।
তোমার মাঝে আছে প্রবাহিণী কত শত,
তোমার আছে ফসলে ভরা সোনার ক্ষেত কত কত ।
তোমার মাঝে আছে কত যে রত্ন,
তাইতো তোমায় নিয়ে মোদের এত গর্ব ।
তোমার মাঝে আছে কত শত মনীষী,
তোমার বহু গুণ, তাইতো তোমায় এত ভালোবাসি ।
বিশ্ব দরবারে তোমায় নিয়ে মোদের অনেক আশ,
ওগো জন্মভূমি সুবর্ণ বাংলাদেশ ।
[২০০৬ সাল। যখন আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম। তখনকার লেখা]