সত্যটা গোপন রয়, মিথ্যে ছড়িয়ে পরে
অপরাধী বেঁচে যায়, নিরাপরাধী মরে।

চোখে যা ভালোবাসা, আসলে তা অভ্যাস
কার কেমন যাচ্ছে, করে না কেউ তালাশ।

দক্ষতার অভিনয়ে, সমালোচনার সোরগোলে কাটছে দিন দিব্যি।
স্বঘোষিত মহৎ সবাই, অহোরাত্রি চলে দম্ভাক্তি।

হাসিগুলো আত্মপ্রকাশে হাসতে পারে যে কোনো পরিবেশে।
চাপা কান্না গুলো গুমরে কাঁদে অন্তরের অন্দরে
নীরব একলা ঘরে।

অভিনয় সবই অভিনয়!
অন্যকে ভালো রাখবে বলে কেউ অভিনয় করে।
অভিনয় করে কেউ নিজেরই সুখের তরে।