পাশাপাশি ;
তবুও যেনো এ সহস্র বছরের দুরত্ব।

মিছেমিছি ;
তবুও যেনো এ সম্পর্ক  মহা সত্য।

ভালো নেই কেউ;
তবুও করে ভালো থাকার ভান।

চোখে নোনাজলের ঢেউ;
তবুও গেয়ে যায় জীবনের যত গান।








২০২৩, খিলক্ষেত, ঢাকা।