প্রতিনিয়ত আমার বোনেরা হয়ে ধর্ষণের শিকার
মৃত্যু বরণ করছে; কেউবা করছে মৃত্যু যন্ত্রণায় চিৎকার।

দোষ আমি কাউকেই দিচ্ছিনা।
না মানুষের।
না পোষাকের।
না স্বাধীনতার।
না ফ্রি-মিক্সিংয়ের।
না তথা কথিত নারিত্ববাদের।

দোষ আমি কাউকেই দিচ্ছিনা।
না সমাজকে।
না দেশকে।
না কোন গোষ্ঠীকে।
না পশ্চিমা সংস্কৃতিকে।
না কোন কালচারকে।

দোষ আমি কাউকেই দিচ্ছিনা।
আপাত দৃষ্টিতে যা, যাকে কিংবা যেটাকে
দোষ মনে হয় সবার;
আমি সেরকম কাউকে কিংবা
কিছুকেই দোষ দিচ্ছিনা।


দোষ শুধু মনুষ্যত্বের আর
এই সমাজ ও রাষ্ট্র ব্যাবস্থার।

আমি শুধু দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড চাই
এই সমাজ ও রাষ্ট্রের নোংরা ব্যাবস্থার।

প্রচলিত রাষ্ট্র ব্যাবস্থার যেইরূপ সংস্কার হলে
একজন প্রকৃত খুনি, ধর্ষক, রাষ্ট্রদ্রোহী
মজুদদার, দালাল, মাদক কারবারি
চোরাকারবারি, ধর্ম ব্যাবসায়ী সহ সকল প্রকারের
ঘৃণ্যতম ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি  দ্রুততম সময়ে কার্যকর সম্ভব;
আমি রাষ্ট্রের সেইরূপ সংস্কার চাই।