রাষ্ট্র তোমার যন্ত্র ঠিক নেই বলে
তাজা প্রাণ লাশ হয় তাই
অবেলায় তোমার কোলে।

নিশি, প্রত্যুষ, মধ্যাহ্নে
এবং দিন শেষে
এখানে হরেক রকম লাশের মেলা বসে।

আলোচিত কিছু লাশ বিক্রি হয় এখানে
নগদ অর্থ কিংবা
সরকারী চাকুরীর বিনিময়ে।

তোমার কোলে আজ জীবনের চেয়ে
লাশের দামই বেশি
তাইতো লাশের খবরে ওরা হাস্যকর মন্তব্যে
হাসে অট্ট-হাসি।









সময়কাল-২০২২, খিলক্ষেত, ঢাকা
(তখন এমনটাই চলত)