আজ অবনীকে ভেবে অমরা,
ভুল পথে চলছি আমরা।
পরহিত কামনা আজ যেন অসার।
স্বার্থের জন্য পাড়ি দিতে রাজি-
দুর্গম পারাবার আর কান্তার।
বিনিময়ে যায় যত যাক অর্থ আমার!
তল্লাটে অগনিত ক্ষুদাতুর আজ নিথর,
মরুক তারা; ঠেকা কি আমার দেবো নজর!
চোখ থাকিতেও আজ মোরা অন্ধ;
প্রাচুর্য্য যে প্রহেলিকা-
রুন্দ নজরে তা বুঝিনা।
অবিনাশী ভেবে অবনীকে
প্রাচুর্য গড়ার তাগিদে-
অর্থ নামক অশ্বের পিছু ছুটছি দিবা-রাতি।
কেউ কি জানি নশ্বর অবনীর শেষ দিঠি?
হঠাৎ ঝলমল প্রকৃতিতেও দেখবো অমানিশা।
করবো চিৎকার, পাবোনাতো সাড়া।
অহংকারী এ প্রাণের নাশ হবে একদিন;
বুঝবো সেদিন, নশ্বর ভূবনের সবই অর্থহীন।
অভিযাত্রিক-২০২৪