প্রিয় ভালোবাসা
তোর জন্য ত্যাগ করতে করতে যখন জীবন ছাড়া অবশিষ্ট আর কিছুই রবেনা
তখনো তুই বলবি -
“কী করেছো তুমি আমার জন্যে?”
অতঃপর জীবনটাও যখন দিয়ে দিব
তখনো অভিযোগের আঙ্গুল আমার নিথর দেহের দিকে তাক করিয়ে বলবি-
“আমি কী তোমায় মরতে বলেছি কিংবা তুমি কী আমার জন্যে মরেছো?
তোমার হায়াৎ শেষ তাই চলে গেছো!”
না। আমি তোকে ফাঁসানোর জন্য জীবন দিবোনা। নিশ্চিন্ত থাকতে পারিস।
কী করেছি তোর জন্য, কী করেছি তোর জন্য;
এই প্রশ্নের উত্তরে ভালোবাসা প্রমাণের তরে অবশিষ্ট আর কিছুই রবেনা যখন
আমি না থাকলেই সুখে থাকবি নিশ্চিত হতে পারলে তখনই দিয়ে দিব জীবন।
শেষ বেলায় একটা কথা বলি তোকে-
মানুষ কখনো যথাযথ হয়না; যথাযথ হতে হয় সম্পর্ককে।