উন্মুক্ত বাতায়নের পাশে বসে কখনো সখনো দাঁড়িয়ে জ্বলন্ত চুরূট হাতে
কখনো গভীর কালো কখনো জোস্নার আলোয় নিরব নিস্তব্ধ প্রকৃতি উপভোগ করতে করতে
মনের অতলে একটু একটু করে জমতে থাকা গভীর আক্ষেপ গুলোতে
নজর পড়তেই হারিয়ে যাই শৈশব কৈশর যৌবনের শুরুতে।
মনে পড়তে থাকে হাজারো স্মৃতি;
সুখো স্মৃতির চেয়ে ঢের বেশি নাড়া দেয় আক্ষেপ গুলোতে।

এই উত্তর মুখি উন্মুক্ত বাতায়ন স্বাক্ষি;
কত নিশি গত হয়েছে আসেনি দু'চোখ ভরে প্রশান্তির সুপ্তি।
নিরব নিস্তব্ধ নিশিবেলার এই নগরীও বিচিত্রতায় ব্যাপ্তি,
নিশাচর, কুকুর, ল্যাম্পপোস্ট, সুবিধা সন্ধানী অসাধু নাগরিক আরো কত কি
জীবীকার তাগিদে বাঁশিতে ফুঁ দেয় নৈশ প্রহরী।

জ্বলে পুড়ে ছাই হয়ে যায় জ্বলন্ত চুরূট ঠোঁটে উঠার আগেই।
সুন্দর স্বপ্ন আর ভাবনা গুলো আক্ষেপের বলি হয়ে যায় সূচনাতেই।

উত্তরমুখী এই বাতায়নের গ্রীল ধরে একটু উপরমুখে তাকেলেই অসীম আকাশ।
তারার মেলা ওখানে।
ভাবতে অবাক লাগে একদিন আমারো হবে ওখানে বাস।
এই যে নিশাচর ভাব, নির্ঘুম রাত, গভীর আক্ষেপ
এসবে কি পাচ্ছি ছাড়া নিয়ত একটা দীর্ঘশ্বাস!

একদিন রাত বলে আমায়, ভুলে যাও যত আছে আক্ষেপ
পবিত্র হয়ে সেজদায়রত হয়; প্রভুর দয়ায় নেই অভাব।
আক্ষেপে শুধু আক্ষেপ নয় যন্ত্রনাও বাড়ে ব্যাপক
ধৈর্য ধর, ঘুমহীন রাতগুলো থাক প্রার্থনায় রত।




___________
রাত ২:২০টা
২৭/০৫/২০১৯
কাওলা, ঢাকা।