কেউ যদি প্রশ্ন করে আমায়
সবার চেয়ে ভালোবাসো কাকে বেশি?
করবোনা দ্বিধা বলতে তখন
মা’কেই বেশি ভালোবাসি।
কিছুই যখন বলতে শিখিনি
বহু চেষ্টা করে যখন হাঁটতে পারিনি
আমার মা-ই তখন বুঝেছে মনের ভাষা।
অতি যত্নের সহিত করেছে পালন
দেয়নি মোরে একটুও ব্যাথা।
তোমরা যে যাই বলো
মা’কেই আমি বাসি ভালো।
অসুস্থ যখন হই আমি, পড়ে থাকি বিছানায়;
যত অভিমানই থাকে মনে
মা ছাড়া আর কাছে কেউই আসেনা।
মা-মা-মা! তোমার নেই কোন তুলনা
বিশ্ব মাঝে তুমি এক অতুলনীয় কারিশমা।
~লেখার সময়কাল-২০০৫, ফেনী।