খালি কলসি বাজে বেশি
ভরা কলসি নয়।
এ কথা জানে সবে
কেউ বোকা নয়।

তুমি ভালো এ কথাটি
ঢোল পিটিয়ে  কেন বলতে হয়?
কথায় আছে ‘নিজে যাকে বড় বলে বড় সে নয়
লোকে যারে বড় বলে বড় সে হয়।’

খালি কলসি বাজে বেশি
ভরা কলসি নয়।
এ কথা জানে সবে
কেউ বোকা নয়।

এই করেছো সে করেছো
ধাপ্পাবাজি কম কি করেছো?
কাঁদিয়ে মারিয়ে সর্বস্ব হাতিয়ে
উল্লাসে মেতেছো পৈশাচিক হাসিতে।
এ কথা কি আর বলতে হয়?

খালি কলসি বাজে বেশি
ভরা কলসি নয়।
এ কথা জানে সবে
কেউ বোকা নয়।

গরম আর চুলকানি তোমার অনেক বেশি
টিকার তরে কিনেছো সব করে কারসাজি।
গরমে তোমার সব আমজনতা
হারালো তাদের বাকস্বাধীনতা।
এ কেমন গর্বের কথা?

খালি কলসি বাজে বেশি
ভরা কলসি নয়।
এ কথা জানে সবে
কেউ বোকা নয়।

সব হারিয়ে অন্তরালে ফুঁসছে ওরা
বাঁচার মত বাঁচতে এবার রুখবে তোমার গরম থাবা।
অবসরে যাবে এবার, তোমার যত চুলকানি
সব হারিয়ে নিস্ব হবে, ঝরবে শুধু চোখের পানি।

মনে রেখ...

খালি কলসি বাজে বেশি
ভরা কলসি নয়।
এ কথা জানে সবে
কেউ বোকা নয়।