স্বভূমেই আজ যেন নির্বাসনে
পরিণত হয়েছি এক জিন্দালাশে
প্রাণ থাকিতেও আজ আমি লাশ
মুখ থাকিতেও নিত্য নির্বাক
মুখে কৃত্রিম হাসি, বুকে নেই বল
নিজের সাথেই নিজের একেমন ছল!
তেজিয়া উঠিতে চায় মন বারেবার
কিন্তু শঙ্কিত মন; লঙ্ঘিতে অবিচার,
গুম কিংবা নিষ্প্রাণ লাশ হবার
যে স্বাধীনতা দীর্ঘ লাশের স্তুপ
অগনিত মা-বোনের ধর্ষিতা মুখ বিসর্জনে অর্জিত,
ক্ষমতার মোহে উন্মত্ত অসুরের থাবায় তা আজ লুন্ঠিত।
আলোচনা-সমালোচনায় আমায় রেখেছে নিয়ত নিরত
কাজের বেলা মুখোশের আড়ালে রেখেছে নিরাপদ নিরব।
ভাষা বন্দী, বন্দী প্রতিবাদ
তাইতো নির্বাক সয়ে যাচ্ছি আঘাত।
একাত্তরের ন্যায় জুলুমের বিপরীতে পুনর্বার
এখনই প্রয়োজন গর্জে উঠার।
জয় বাংলা!
শান্তিতে-সমৃদ্ধিতে দীর্ঘজীবী হউক আবার
আমার বাংলা।