সমস্ত ভাবনায়-
অজানা কামনা এর শত বিড়ম্বনা
উদাস করে রাখে আমায়;
হয়না তাই কাব্যরচনা।
ভাবনা সাজাই,
শব্দ খুঁজে অন্তর্মিল বুনি
কিছুই হয়না, বরং-
হয়ে যাই স্ব-কাব্যের খুনি।
ছন্দ মিললে মাত্রা হারায়,
মাত্রা মিললে ছন্দ।
শব্দরাও আজ বিদ্রোহী খুব;
করছেনা আমায় পছন্দ।
আমার কাব্যরা
মুকুলেই যাচ্ছে ঝরে ;
নিজেই জীবিত যেথায়
দোষ দিব আর কারে!