চলো ভুলে যাই সব
সুখ-দুঃখের যত কলরব।
চলো ভুলে যাই
হাতে হাত-
-রাখার যত অযুহাত।
চলো ভুলে যাই সেইসব
জ্যোৎস্নারাত।
ভুলে যাই ভালোবাসার যত
ভালো লাগা আর আঘাত।
মায়া বাড়িয়ে কি লাভ
মায়ায় বিষন্নতা বাড়ে।
দিন শেষে সবে একাই মরে।
তুমি বরং যাও
আমিও আর থাকবোনা এই শহরে।