ভালো থাকতে হলে ভালোবাসার
এলাহি যত আয়োজন;
এর চেয়ে ভালো বাসা ও ভাষাটা
ভালো হওয়া প্রয়োজন।
যতই বলি ভালোবাসি;
লোকে যতই দেখুক ভালোবাসা।
মূলে বাসাটা ভালো নয়
ছারপোকা ও তেলাপোকায় ঠাসা।