বেশি বেশি

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।

উন্নয়ন বেশি; তা চাপার জোরে
উৎপাদন বেশি; তাই ক্ষুধায় মরে।

শিক্ষার হার বেশি, বেশি গড় আয়ু
বেকারত্বের অভিশাপে শুকায় স্নায়ু।

আমরা বেশি মাত্রায় ভদ্র-নম্র জাতি
কিঞ্চিৎ স্বার্থেও নিভাই অন্যের বাতি।

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।

আমাদের মায়া বেশি, বেশি ভালোবাসা
(আড্ডায়) খারাপ বেশি আমাদের মুখের ভাষা।

আমরা সংখ্যায় বেশি, বেশি তেলবাজিতে
তেলের দাম বেশি, পাইনা তেল ভাজিতে।

উৎপাদন হয় বেশি; আমাদের সব কিছু
কিনতে গেলে দামটাও বেশি, তাই চাপে হিসু।

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।

আমাদের ক্ষমতা বেশি, বেশি তার অপব্যবহার
স্বাধীনতার নামে শোষণটা বেশি, বেশি অত্যাচার।

শাসক গোষ্ঠীর হাসি বেশি; বেশি কুৎসিত
সাধারনের হয়রানি বেশি, হয়না স্বস্তির নিদ।

আমাদের নিয়ম বেশি, বেশি করি অনিয়ম
নির্লজ্জ চরিত্র বেশি , তাই লাগেনা শরম।

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।

আমাদের বিদ্যুৎ বেশি, বেশি লোডশেডিং
কর্তৃপক্ষ বেহায়া বেশি আরো বেশি উদাসীন ।

আমাদের ধান, গম, পাট বেশি, বেশি চাল-ডাল
ক্ষুধার জ্বালায় মরে অসহায়, দশা বেশি বেহাল।

মাথাপিছু আয় বেশি তারচেয়ে বেশি মাথাপিছু ঋণ
কাজের বেলায় ফাঁকি বেশি, টকশোতে চাপার বীন।

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।

দান-সাদাকাহ করি বেশি বেশি, আরো বেশি দুর্নীতি
ঘুষ-সুদের কারবার বেশি; জেনেও ভয়ানক পরিণতি।

আমরা বেশি সাধুর ভান ধরি; যেথা-সেথায় করি সাধুগিরি
সুযোগ পেলে ভরি স্ব-ভুড়ি, ভাবিনা কে বাঁচলো কে গেলো মরি।

আমাদের দেশটা অনেক বেশি সুন্দর, শহরগুলো একটু বেশি নোংরা
এর জন্য বেশি দায়ী মানুষের খোলসে সাধুর ভান ধরে চলা এই আমরা।

আমরা সব কিছুতেই বেশি বেশি
আমাদের সব কিছুই বেশি বেশি ।


(বিঃদ্রঃ কবিতাটিতে মজার ছলে আমাদের চরিত্রের নানান বাস্তব দিক তুলে ধরলাম শুধু। কবিতাটিতে নিজের দেশকে ছোট করে কিছু লিখিনি। দেশ আমার মা, আমার জন্মভূমি।আমার দেশ আমার ভালোবাসা।
ধন্যবাদ। )