আমি দেখিনি তেমন করে এই বিশ্বটাকে,
তাই হয়নি লেখা বিশ্ব নিয়ে।
আমি দেখিনি তেমন করে ‍উত্তাল সাগর আর পর্বতমালা,
তাই তা নিয়ে হয়নি কবিতা লেখা।
আমি মন ভরে দেখেছি শুধু তোর রূপ
দেখেছি তোর সোনালী আঁচল।
ও আমার বাংলা মা...
তোর ভালোবাসা পেয়ে ভুলেছি সব।

আমি দেখিনি তেমন করে চীনের সেই মহা প্রাচীর,
তাই পুণরাবৃত্তি করবোনা সেই ছবির।
আমি দেখিনি তেমন করে শ্বেত পাথরে নির্মিত প্রেমের তাজমহল,
তা নিয়ে তাই হয়নি লেখা গীত-গজল।
আমি মন ভরে দেখেছি শুধু তোর রূপ
দেখেছি তোর সোনালী আঁচল।
ও আমার বাংলা মা...
তোর ভালোবাসা পেয়ে ভুলেছি সব।

আমি দেখিনি তেমন করে বিশ্ব আশ্চার্যের একটিও,
তাই তা নিয়ে রচিত করিনি কোন রচনা।
আমি মন ভরে দেখেছি শুধু তোর রূপ
দেখেছি তোর সোনালী আঁচল।
ও আমার বাংলা মা...
তোর ভালোবাসা পেয়ে ভুলেছি সব।

মন কাঁড়া তোর রূপ দেখছি জন্মলগ্ন থেকে
দেখবো মৃত্যু অবধি,
তাইতো মোর যত কবিতা-গান
সবই তোকে নিয়ে লিখি।
তুই মোর কাছে পৃথিবীর সেরা আশ্চার্য্য,
স্রষ্টার দয়ায় তোর বুকে জন্মে হয়েছি ধন্য।
তাইতো-
আমি মন ভরে দেখছি শুধু তোর রূপ
ও আমার বাংলা মা...
তোর ভালোবাসা পেয়ে ভুলেছি সব।