(অনুকাব্য-০১)
আমার কেবল রাত হয়ে যায়
_______________


“দিনের শুরু হতে না হতেই আমার কেবল রাত হয়ে যায়।
দিনের আলোয় বসে আমি
রাতের আকাশের তারা গুনি।
দিনের কোলাহলের মাঝেও আমি
রাগ জাগা হুতোম পেঁচার গান শুনি।
আমার সকাল, মধ্যাহ্ন কি অপরাহ্ণ সবই কেবল রাত হয়ে যায়।”
                                                  (..................)





(অনুকাব্য-০২)
আমার মন খারাপ হয়ে যায়
_______________


“আমার শুধু মন খারাপ হয়ে যায়
কপালে ফুটে ওঠে যন্ত্রণা রেখা।
চোখ আর ঠোট তখনো হাসে
বুঝতে দেয়না কষ্টের সীমারেখা।”
                                      (..................)