যারা খেয়ানত করে অন্যের আমানত
তারা বিচারে পাবেনা কোনো জামানত
তাদের সাময়িক ছাড় দিলেও মহান রব
ভোগ করতেই হবে তাদের কৃত কর্মের সব।

যারা অন্যের হক মেরে দিয়ে কৌশলে
প্রভু কে সেজদা করে যতই না খাস দিলে
ব্যক্তি না করলে মাফ কখনো করবেনা রব
ভোগ করতেই হবে তাদের কৃত কর্মের সব।

গোপনীয় তা ফাঁস করে যারা অন্যকে দেয় লজ্জা
দুর্বলতায় আঘাত করে যারা অন্যকে করে কব্জা
যত প্রভাবশালী হোক থাকুক না যত ভাব-সাব
তাদের ভোগ করতেই হবে স্বীয় কৃত কর্মের সব।

অন্যকে যে ধোঁকা দেয় বিশ্বাস কে করে পুঁজি
দেখতে সে যতই হোক নামাজি কিবা হাজি
যতই থাকুক সমাজে তাকে নিয়ে সু কলরব
তবুও ভোগ করতেই হবে তার কৃত কর্মের সব।

মোজমাস্তিতে থাকবে বলে যে মেরে দেয় অন্যের হক
ভাই-বোনের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে নিজেই করে ভোগ
যতই পরহেজগার হোক সে; পাবেনা কভু জান্নাত
নরকে ভোগ করতেই হবে তার কৃত কর্মের সব।

সমাজ টা সুন্দর হবে, সম্পর্ক গুলো হবে চমৎকার
ফিরিয়ে দিলে সঠিক ভাবে যার যা প্রাপ্য অধিকার।
আমানত করে খেয়ানত যতই করি ইবাদত লাভ হবেনা কভু
কৃত কর্মের বিচার হবে ঠিকঠাক মোটেও মাফ করবেন না প্রভু।



কাওলা, ঢাকা।