সোখি তোরে কতদিন খূঁজিবো যে আর,
তোরে ছাড়া কিছুই লাগেনা ভালো আমার।
বলনা তুই কতদূর কোন সে অজানায়?
সারাক্ষণই যে থাকে মন তোর অপেক্ষায় ।
হাঁটবো দুজন একসাথে, দেখবো রাতের চাঁদ,
সোখি তুই আয়না কাছে, বাড়ানা তোর হাত!
পূর্ণিমা রাতে শোনাবো তোরে জীবন গল্প,
তুই না হয় বলিস বেশি, আমি বলবো অল্প।
তবু সোখি সয়না দেরি, কোথায় রলি আজ?
কাছে এসে পড়িয়ে দেনা সান্তনার তাজ!