আজকাল প্রায়ই শুনছি,ভালোবাসা না কি
হারিয়ে গেছে,এখন আর কেউ কাউকে
আগের মতো ভালোবাসে না।
ওরে নির্বোধের দল ভালোবাসা কি
সস্তা কোন বাহ্যিক বস্তু যে হারিয়ে যাবে?
ভালোবাসা তো আত্মা বা মন অনুভূত বিষয়
মানুষের অস্তিত্ব যতদিন থাকবে
তার আত্মা,মন যতদিন সক্রিয় থাকবে
এই ধরায় ভালোবাসা ততদিনই বেচেঁ থাকবে।
ভালোবাসা হারায়নি,আজও আছে ঠিক
আগের মতোই,হারিয়ে যাচ্ছে বিশ্বাসটা
এখন যেন কেউ কাউকে আর আগের মতো
বিশ্বাস করতে পারছে না, ভালোবাসা
প্রকাশের ধরণটাও অনেকখানি বদলে গেছে
পুরো সংজ্ঞাটাকেই পাল্টানোর চেষ্টা চলছে।
সবকিছু যেন বানিজ্যিক হয়ে যাচ্ছে দিন দিন
লাভ ক্ষতির হিসেবে মূল্যায়িত হচ্ছে মূল্যবোধ
তাই হয়তো মূল্যহীন হচ্ছে ভালোবাসার অনুভূতিগুলো
রং হারাচ্ছে ভালোবাসার স্বপ্নগুলো
আর অবিশ্বাসের যাতাকলে গুমরে মরছে
সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলো।
১০-০৬-২০১৯ইং