একদিন সব ঘোর কেঁটে যাবে
পূর্ব দিগন্তে আবার উদিত হবে এক নতুন সূর্য;
কষ্ট গুলো ধুঁয়ে মুছে যাবে নোনা জলে
আবারও শহর হবে কোলাহল মুখর!
যদি বেঁচে থাকি,
তুমি আমি আবার দৌড়বো, যান্ত্রিক হয়ে যাবো
আজকের এতো ব্যথা, নিস্তব্ধতা,ভয়, মানবিকতা,
কাতরতা, অপারগতা কিছুই আর থাকবে না
যান্ত্রিক জীবনের ছোঁয়ায় সব হারিয়ে যাবে!
নিজেরই মধ্যে নিজে বিলীন হবো,
এতটা ব্যস্ত হবো যে
কেউ কারো খোঁজ নেয়ার সময় পাবো না
আবার গাড়ি ছুটবে,ট্রেন চলবে
বিমান উড়বে, সবকিছুই বদলে যাবে।
আজকের এই হাহাকার, কান্নাকাটি, ভয়
কিছুই আর মনে থাকবে না কারো।
বাতাসও আজকের মতো ভারি লাগবে না
আজ আপন-পর সবাই সবার খোঁজ নিচ্ছে!
একে অপরের কথা ভাবছে!
দূরে থেকেও যেন সবাই সবার খুব কাছের
মনের সমস্ত আকুতি ঢেলে সৃষ্টিকর্তাকে ডাকছে;
ভিন্নধর্মীরা এক সাথে প্রার্থনা করছে!
যে মানুষটা প্রতিদিন মদ্য পানে ডুবে থাকতো
তার মুখেও শুনছি প্রভুর প্রতি আনুগত্যের কথা!
মনে হচ্ছে, যেন সৃষ্টিকর্তার সমগ্র সৃষ্টি জগৎ
তার কাছেই প্রত্যাবর্তন করছে ভয়ে বা প্রয়োজনে।
এই ভয় বা প্রয়োজন কেটে গেলেই
আবার লিপ্ত হবে কি অবিচার,জুলুম
কিংবা মিথ্যাচারে!

১২/০৪/২০২০ ইং