পঁয়ত্রিশোর্ধ নারী
চায় না কিছু আহা মরি;
অকারণে ভাসে না অশ্রু জ্বলে
নিজেকে স্বযত্নে নেয় সামলে;
ঝড় তুফান যাই আসুক
ধৈর্যে করে জয়, হয় না উৎসুক।
পঁয়ত্রিশোর্ধ নারী
আবেগের তরে ভাসায় না বাড়ি;
খায় না অপরিপক্ক প্রেমে হাবুডুবু
যেখানে সেখানে তরী নিভুনিভু;
বিচার বিবেচনায় পরিপক্ক
হ্যাঁ না এর মতাধ্যক্ষ।
পঁয়ত্রিশোর্ধ নারী
বায়না করে না অযাচিত বাড়ি গাড়ি;
বুঝে শুনে মানিয়ে নেয় সবই
সম্পর্কের অধিকার বুঝে ঠিকই;
পরিবারে পরিচ্ছন্নতা রাখে বজায়
সঙ্গীকে ভাসায় সুখের ভেলায়।
পঁয়ত্রিশোর্ধ নারী
করে না অহেতুক বিরোধ, আড়া আড়ি;
স্ত্রী হিসেবে অন্নপূর্ণা
সন্তান হিসেবে স্বয়ং সম্পূর্ণা
সন্তানের জন্য হয়ে উঠে স্বাবলম্বী;
বাস্তবতার ছোঁয়ায় এক মহা মানবী।
১৬/০৫/২০২০ ইং