শোষক হয়ে লাশ বানাচ্ছো, মুখে আবার মিষ্টি ঝড়াচ্ছো
মা খাচ্ছো বাবা খাচ্ছো, ভাই বোন সব খাচ্ছো!
ধন খাচ্ছো জন খাচ্ছো, খাচ্ছো কতো কী
নিষ্পাপ শিশু খাচ্ছো;শেষমেষ পুরো জাতিটাই খাচ্ছো!
বিশ্ব বিবেক গুলিয়ে খাচ্ছো;গায়ে বিষের সিরিঞ্জ ঢুকাচ্ছো
মাথায় আবার হাত বুলাচ্ছো, মায়া কান্নাও করে যাচ্ছো!
বাহবা বেশ বাহবা বেশ, জ্বালিয়ে দিচ্ছো জাতি দেশ
নিজে বেশ ভালোই আছো, অট্টহাসিতে মেতে রয়েছো।
এমন পিশাচ,ক্ষমতাধর আরও ছিলো অনেকেই
কালের গহবরে হারিয়ে গেছে; সে কি মনে নেই!
ইতিহাস খুলে দেখো না ভাই; জেনে যাবে নিশ্চয়ই
তোমারও সময় আসছে জেনো,দেরী নয় খুব নিকটেই।
রক্ত দিয়ে করছো স্নান, মুখে ফুটে মানবতার শ্লোগান
ভাবছেো এমনি করে হবে তোমার জীবন অবসান!
পতন ধেয়ে আসবে যখন, মুড়লগিরি ছুটবে তখন
পালানোর পথ পাবে না, বিশ্ব তাকিয়ে হাসবে তখন।
১৭/০৩/২০২০ইং