ব্যস্ত শহরে পাখিদের কিচির মিচির শব্দ
পুরোটা আকাশজুড়ে নীল আবরণ;
সমুদ্রের স্বচ্ছ পানিতে  ডলফিনের খেলা
রাজপথে পশুদের অবাদ বিচরণ।
আজ সবই আছে আগে ছিলো না যা।

নেই শুধু -
খুশিমনে কারও হাতে হাত ছোঁয়া
চোখে চোখ রেখে অবিরাম কথা বলা;
অফিস শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরা
সাত সকালে উঠেই আবার ছুটে চলা।
কোনকিছুই নেই আর আগে ছিলো যা।

দুপুরে সবার সাথে হয়নি কভু খাওয়া
যন্ত্রের মতো এদিক ওদিক ছুটে চলা;
আজ ঘরে বসে কাটছে সময় মন্দ না
হয়তো এই দুঃসময়ে ঠিক না এমন বলা।
অনেক কিছুই হচ্ছে এখন আগে হয়নি যা।

কী আর  ক্ষতি এমনি করেই ঘরে থাকাতে
আগে কখনো ভাবিনি; ভাবছি যেমন করে!
ঘরে থেকে আসি যদি সমাজের উপকারে
কিছু দিন থাকি না হয় এমনি করেই ঘরে।
হে প্রভু ক্ষমা করো মোদের ভুল হয়েছে যা।

১৮/০৪/২০২০ ইং