আজ বড়ো দ্বিধাগ্রস্ত হায়!
প্রভু বলো না উপায়
ফেরে পড়ে আমার ভাবনা
কোনটা সঠিক হায়!
অন্যের মঙ্গল করতে গিয়ে
এ কোন যন্ত্রণায়!
করছি মঙ্গল নাকি অমঙ্গল
বুঝা বড়ো দায়!
কোন পথ ছেড়ে কোন পথে যাই
আমার জানা নাই,
কোনটা সত্য কোনটা মিথ্যা
কেমনে জানতে পাই?
করছে মানুষ কত ভাবনা
লুটে খাওয়ার ধান্ধায়
জগতে কে সৎ কেইবা অসৎ
বুঝা বড়ো দায়!
অন্যের টাকা লুট করে কেউ
নিজের পেটে ঢুকায়
কেউবা আবার পরের জন্য
নিজের জীবন বিলায়!
সাধু সেজে কেউ ধান্দা করে
মানুষ ঠকানোর
সেই ধান্দারই ফাঁদে পড়ে কেউ
বাঁজায় ভিন্ন সুর!
অসহায় প্রতিবন্ধীকেও ঠঁকাতে
কারো বুক না কাঁপে
আমি তো তাই ভেবে না পাই
আছি বড়ো চাপে।
কোনটা ছাড়ি কোনটা ধরি
আছি বিপাকে
সঠিক পথে চালাও খোদা
তাই বলছি তোমাকে।
কুপথ থেকে বাঁচাও তুমি
চালাও সুপথে
কারো ক্ষতির কারণ যেন
হই না জগতে।
০৮/০৪/২০২০ ইং