"আমি নারী"
---সৈয়দা ইয়াসমীন

আমি নারী,আমি স্থির,আমি চঞ্চল
আমি শান্ত-মহাশান্ত,আমি উসৃঙ্খল
বিষ্ফোরিত ক্ষনে ক্ষনে অসঙ্গতির অবলোকনে
ঘটিয়েছি মহাপ্রলয় প্রতিবাদের বজ্রকন্ঠে
সময়ের প্রয়োজনে।

আমি নারী, হ্যাঁ আমি নারী
আমি মানিনা কোন শৃঙ্খল, শৃঙ্খলিত বন্ধন
মুক্তি চাই সকল অক্টোপাস থেকে
চাই মুক্ত বিহংগের মতো উড়তে।

আমি ছিনিয়ে আনতে পারি স্বাধীনতা
আদায় করতে পারি না পাওয়া অধিকার।
অশুভ শক্তির বিরুদ্ধে করতে পারি হুঙ্কার
নিজের সম্মান বাঁচাতে নামতে পারি যুদ্ধে
প্রয়োজনে হাজারো কাঁটাঘেরা পথ
পাড়ি দিতে পারি একা।

হ্যা, আমি নারী।
কিন্তু সেই অবলাটি আর নই।
সীতার মতো গুমড়ে মরা নারী আমি নই।
নিজের অধিকার
ছিনিয়ে আনতে পারি নিজের শক্তিবলেই।

আবার একটু সম্মানের বিনিময়ে
কারও পৃথিবীকে পরম মমতার ছোঁয়ায়
করে দিতে পারি চির শান্তিময়।
সমস্ত সুখ ঢেলে দিতে পারি
প্রিয়জনের পায়ের তলায়।

আমি কারো স্ত্রী, কারো প্রেয়সী
কারো মেয়ে, আবার কারো বোন
এই আমিই পরম উঞ্চতার আলিঙ্গন 'মা'।

আমার হ্নদয় বিশাল, আকাশ অনেক বড়
আমার বৃহৎ এ গর্ভে জন্ম নিয়েছে
ক্ষুদিরাম, সূর্যসেন, সুকান্ত, নজরুল।
আমার ভয় কিসের!
ভয়তো হবে অত্যাচারি পাপিষ্ঠদের।।

২০/০৭/২০১৯