আমার বাংলা মায়ের মতো দেখেছো কি তুমি
অন্য কোথাও এমন রূপবৈচিত্রের খেলা?
কৃষাণের টানে গাঁয়ের মেঠোপথে ভালোবাসা
জড়ানো পান্তাভাত নিয়ে কৃষাণীর পথচলা?

দেখেছো কি?
নীল আকাশের বুক চিরে বলাকাদের উড়ে যাওয়া।
নদীর বুকে ফুটে থাকা শাপলা,তারই পাশে
এক ঝাঁক রাজ হাঁসের ডানা মেলে ভেসে যাওয়া।

দেখেছো কি?
গোধুলী বেলায় রাখালের মাঠ থেকে গরু নিয়ে
আর দিনান্তে কাজ শেষে গাঁয়ের চাষীর ঘরে ফেরা।
পাখিদের নীড়ে ফেরা।

দেখেছো কি?
মৃদু বাতাসে ঢেউ খেলানো সবুজ ধানের মাঠ।
শস্য শ্যামল প্রান্তর,ছায়া সুনিবিড় শান্তির নীড়,
সারি সারি বৃক্ষরাজি,মনোরম বিস্তৃত সবুজ
বনভূমি আর অবারিত ফসলের মাঠ।

দেখেছো কি?
সবুজ বনানী তৃণে ঢাকা ছোট ছোট পাহাড়
আর টিলার অপরূপ সৌন্দর্য্য।
নিজ নিজ রূপ বৈচিত্রে ভরপুর
ছয় ঋতুর খেলায় প্রাকৃতিক মনলোভা ঐশ্বর্য্য।

দেখেছো কি?
চাঁদের আলোয় রাতে বাঁশ বাগানের ফাঁকে
নিদারুণ আলো আঁধারের খেলা।
জানি,পাবে না কোথাও এমন অপরূপ,
রূপবৈচিত্রের মেলা।।

১৪/০৮/২০১৯ ইং