তুমি আমার চাঁদনি রাতের
জ্যোৎস্নামাখা সন্ধ্যা,
তুমি আমার মন জমিনে
ফোটা রজনীগন্ধা।

তুমি আমার ভোরের আকাশ
সূর্যের প্রথম কিরণ,
তুমি আমার অচেনা পথ
হারাতে নেই বারণ।

তুমি আমার নীল আকাশের
একমুঠো শুভ্র মেঘ,
তুমি আমার বিকেল নৌকা
নদীর হারানো বেগ।

তুমি আমার শীতের সকাল
কুয়াশায় ভরা,
তুমি আমার আষাঢ়ের বৃষ্টি
আকাশ থেকে ঝরা।

তুমি আমার জ্যৈষ্ঠের আম
ঘাম ঝরানো দুপুর,
তুমি আমার বিকেল বেলার
শান্তির তাল-পুকুর।

তুমি আমার বসন্তের ককিল
শরৎকালে চাওয়া,
তুমি আমার হেমন্তের ধান
জীবনের পরম পাওয়া।

      @কাব্যগ্রন্থ -- কবিতার ফুলঝুরি

=======