তোমার কাছাকাছি আর একটু ক্ষণ থাকি?
তোমার দু,চোখে আমার চোখ দুটো প্লিজ রাখি!
তোমার পাশাপাশি আর একটুকু পথ হাঁটি?
না হয় আজ ফিরতে বাড়ি হলো একটু রাতি!
এখনও তো হাজার কথা বলার আছে বাকি।
তোমার কাছাকাছি আর একটুখানি থাকি?
ইচ্ছে করে লুকিয়ে রাখি তোমায় বুকের পাঁজরাতে,
অদেখা এক জোছনা দেখি তুমুল যুগল মাঝরাতে!
এখনও তো কত রাত্রি জাগার আছে বাকি,
তোমার কাছাকাছি আর একটুখানি থাকি?
তুমি কাতর আমার হাতে তোমার দুই হাত রেখে,
ইচ্ছে করে মরে যাই আজ বেঁচে থাকার সুখে!
এখনও তো তোমার সাথে লক্ষ্য যুগ বাঁচার বাকি,
তোমার কাছাকাছি আরও একটু ক্ষণ থাকি?
সকাল দুপুর রাতগুলো সব পড়ে আছে ফাঁকা,
তবে কেন তুমি আমি দুইজন রইবো একা!
তোমার কাছে মিলেমিশে আর একটুক্ষণ থাকি?
নীরস ভাবে এভাবে আর থাকব না একাকী।
==========