ঘুর্ণিঝড়েও প্রেম হোক,
উড়ে যাক সমুদ্র,
তুমি সাজো আশ্রয় কেন্দ্র,
আমি হতদরিদ্র।

ঝড়ের তাণ্ডব বাড়বে যখন,
হবে লন্ডভন্ড,
তোমার বুকের কুঁড়েঘরে,
থাকবো ডুবে আকণ্ঠ!

তোমার বুকে আশ্রয় নিয়ে,
করবো শত কল্পনা,
তুমিই হবে আমার সকল,
শান্তি সুখের প্রাঙ্গনা।

আমার সকল ক্ষতির খাতা,
হারানোর সব ব্যথা,
ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়,
ভুলবো সকল কথা।

তুমি যদি হও টাইফুন,
আমি শীতল হাওয়া,
প্রলয় করো যতোই তুমি,
সমাধান প্রেমের ছোঁয়া।

তোমার আশ্রয়ে এসে যখন,
শীতল করবো মন,
ভালোবাসায় শান্ত হবে,
থাকবে না তুফান।

তুফানেও গাইবো দুজন,
প্রেমের মধুর গান,
অসহায়ের সহায় হতে,
চেস্টা আপ্রান।

তোমার আঁচলে সাজাবো সব,
ক্ষতির পরিমান।
গুনে গুনে শোধ করিবো,
বাঁচবে দুস্ত প্রান।

========