আজি এ বেভূলে বিরস সাহান্নে,
কি যাতনা মনে কহিনা কাহারে,
অবেলায় অতৃপ্তি নৈরাস্যে
মনের আধার কুটিরে
বাজে সম্মোহনী সেই সুর।
তাইতো সবে আজ এ জগৎ মাঝ,
বলে আড়ালে পাগলের লেভাজ।
কেহ দেখিবেনা কেহ জানিবেনা,
কেমন করে কিসের ত্বরে,
আজিকে গড়েছি এ স্বাজ।
==========