শখের সব পথ যেন ঢেকে গেছে অভাবের অন্ধকারে,
ইচ্ছেগুলো থমকে দাঁড়ায় বাস্তবতার কঠিন দেয়ালে।
কখনো ভাবি, একটু স্বস্তির নিঃশ্বাস কি জীবনে প্রাপ্য নয়?
অপেক্ষার প্রহরগুলো যেন দীর্ঘতর হয়ে ছুঁয়ে দেয় অন্ধকারের গভীরতা।
ইচ্ছেরা মিশে যায় শূন্যতার নির্জন মরুভূমিতে।
যেখানে স্বপ্ন বুনতে চেয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে আছে অভাবের প্রাচীর।
হৃদয়ের আর্তি শোনার কেউ নেই, চারদিকে শুধু নীরবতার শাসন।
ইচ্ছেগুলো পায়ের নিচে চাপা পড়ে হারিয়ে গেছে কালের গর্ভে।
যা চাই, তা ছোঁয়ার আগেই দূর আকাশে মিশে যায়,
হৃদয়ের গোপন কোণে জমে থাকে অপূর্ণতার দীর্ঘশ্বাস।
জীবনের প্রতিটি দিন যেন এক অনন্ত সংগ্রাম,
শুধু তিন বেলার আহারের চক্রে বাঁধা পড়ে থাকা।
অথচ হৃদয়ে এখনো জেগে আছে ছোট্ট কিছু স্বপ্নের কণা,
যারা আলো খুঁজে ফিরে নতুন ভোরের প্রতীক্ষায়।
হে আল্লাহ, দাও আমায় সেই শক্তি,
যে শক্তি দিয়ে পার হব জীবন-সাগরের তুফান।
আশার ক্ষীণ আলো মনে জাগায় একান্ত প্রার্থনা,
হে আল্লাহ, ওপারে দিও সব স্বপ্নের পরিপূর্ণতা।
=========