একদিন আমি এক বৃক্ষ হবো,
তুমি আসবে ছায়া খুঁজতে!
তোমার ক্লান্ত চোখে ঘুম নামবে,
আমার ডালপালায় ঝুলে থাকবে অজস্র গল্প।
আমার শিকড় গভীরে যাবে,
তোমায় সুপ্ত স্পর্শে জড়িয়ে নিবে।
তোমার ভেতর লুকানো সব কান্না—
সব হা-হুতাস, সব! সব কিছু শুষে নিবে।
আমি বুঝবো, আমি জানবো—
কি বেদনা বুকে নিয়ে তুমি পথ চলেছো।
তুমি জানবে না, তুমি বুঝবে না—
কি অদ্ভুত অপেক্ষায় রয়েছি দাঁড়িয়ে!
আমার পাতা ঝরে পড়ছে তোমার অপেক্ষায়!
হাওয়ার সঙ্গে মিশে গেছে স্নিগ্ধ কথাগুলো!
যা কখনও বলতে পারিনি তোমাকে।
একদিন আমি বৃক্ষ হবো,
যেখানে তোমার সব হারানো স্বপ্ন—
পাখি হয়ে আশ্রয় নেবে আমার বুকে!
তুমি বুঝতে পারবে না,
বুঝবে না মর্মরে গুঞ্জন করা সেই সুর!
যা ছিলো, তোমারই হৃদয়ের ভাষা।
তুমি একদিন চলেও যাবে,
আকাশে নতুন রোদ আসবে,
সুর্যের আলোয় ঝলমলে হবে চারদিক!
কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো ঠিক যেখানটায়,
দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়।
দাঁড়িয়ে থাকবো এক নীরব বৃক্ষ হয়ে।
দাঁড়িয়ে থাকবো, না বলা অজস্র গল্প নিয়ে।
=========