ঠিক বিকেল করে তখন
আমি তাকিয়ে আকাশ পানে।
আমি মন ভোলা ঠিক যখন
কে যেনো গান শোনালো কানে।
আমি গানের মোহ মায়ায়
দুলে যাচ্ছি যে চোখ বুজে।
যখন শেষ হলো গান হটাৎ
আমি পাইনি তাকে খুঁজে।
সেই গানের প্রেমে মেতে
আমি খাচ্ছি রোজই খাবি।
এই রহস্যময় তালার
আমি পাইনি খুঁজে চাবি।
আমি সেই থেকে যাই ভেবে
এই গানের মালিক কে যে।
তাই আবার দাড়াই ছাদে
পরিপাটি করে সেজে।
তবু পাইনি যে তার দেখা
সে কে হয়নি আমার জানা।
হয়ে থাকলো সে যে মায়া
আর রয়ে গেলো অচেনা।
========