আজ হয়তো
আমার এ টুকু তোমার কাছে,
যথেষ্ট নয়।
কারন তুমি বড় হয়ে গেছো।
অথচ তোমাকে বড় কোরে তুলতে,
এ টুকুই তখন যথেষ্ট প্রয়োজন ছিল।
আজ হয় তো, আমার কথা গুলো-
অকারন অহেতুক মনে হয়।
অথচ এই কথা গুলোতেই,
তুমি অনুপ্রাণিত হয়ে উঠেছ।
আজ আমাকে ভ্রান্ততার চলাচলে,
নিক্ষেপিত করে নিয়েছ।
অপ্রয়োজনীয় অকথ্যতায়,
আমি সু-ন্যায্য হয়ে উঠেছি!
সব কিছুতেই তোমার পক্ষতা,
আমার বিরুদ্ধে অন্তর্নিহিত।
আমার উপস্থিতি আমার সংস্পর্শতা,
তোমার বিরক্তির কারন হয়ে ওঠে।
অথচ এই স্পর্শের উস্মতা একটু পাবার জন্য,
তোমার আকুলতার সীমা ছিলনা।
এমন একটা সময় ছিল,
অভিমানে আর আব্দারে তুমি,
তোমার সর্বস্বতা আমার মধ্যে লুকিয়ে দিতে।
অথচ আজ;
তোমার প্রিয় সব যা কিছু,
তোমার সামনে তুলে ধরি,
তা সকলই সেকেলে হয়ে যায়।
আজ তুমি বদলে গেছো,
অনেকটা থেকে অনেক দূরে !
কেমন যেন অজানার মধ্যে হারিয়ে গেছো।
তবুও মমতা গুলো অসহায়ের মত হাত বাড়ায়,
তোমাকে ছুতে চায়।
শিশুকালে তোমাকে যেমন-বুকে জড়িয়ে ধরেছি।
অনেক যত্ন করে,
ঠিক তেমন করেই ধরতে চায়।

========