দুই দিনের মেহমান,
কেন এতো সংগ্রাম?
জীবন পথে শুধু ক্ষণিকের যাত্রী।
কেন তবে ঈর্ষা, হানাহানি?
কেন এসবে এত ব্যস্ত থাকি?
কেন এত প্রতিযোগিতা?
ক্ষণিক সফরে শিখিনি শান্তি সহমর্মিতা!
প্রতিটি দিনই একটি নতুন অধ্যায়,
প্রতিটি মুহূর্তই একটি সুযোগ!
মনোজগতের জটিলতায় আটকে গিয়ে,
ভুলে যাই আসল সৌন্দর্য।
ঈর্ষা মনকে বিষিয়ে তোলে,
হানাহানি হৃদয়কে ক্লান্ত করে।
কেন এই বোঝা বয়ে চলি?
কেন মানুষ হয়ে বেহুঁশ মরি!
চলো, ঈর্ষা, হানাহানি দূরে সরিয়ে,
শান্তির পথের সন্ধানে চলে।
ভালোবাসার আলোয় আলোকিত হই।
প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরি,
প্রতিটি সম্পর্ককে স্নেহ, ভালোবাসায় পূর্ণ করি।
দুই দিনের মেহমান,
জীবন, আনন্দের সাম্পান।
সংগ্রামের নয়, সুখের পথে চলি।
একসাথে হই বলীয়ান্।
সুখী হই, ভালোবাসায় বেঁধে থাকি।
চলো, নিজেদের পরিবর্তন করি;
দুনিয়াকে একটু সুন্দর করি,
এই স্বল্প সময়ে কেন দ্বন্দ্বে মরি!
দুই দিনের মেহমান,
কেন তবে সংগ্রাম!
চলো সুখের স্বপ্ন গড়ি,
পাশাপাশি কাঁধ ধরি।
সুখের স্মৃতি হোক চিরস্থায়ী।
পৃথিবী হোক স্বপ্নময়ী!
জীবনকে সাজাই ফুলেল শামিয়ানে!
ধৈর্যের মিটাস নয় দূরে।
========