কেটে গেল আচ্ছন্ন প্রহর,
বিপ্রলম্ভে উষ্ণ উন্মাদনায়,
তোমার পেলব স্পর্শ স্পর্ধিত,
ওষ্ঠ-অধরের অনির্ণিত ঘ্রাণ।
আত্মার বোধ জেগে ওঠল,
আমার শুদ্ধ চেতনায়।
প্রথম অনুভবে বিস্ময় জাগালে-
নিঃশব্দ স্তব্ধতায়।
দুস্প্রাপ্য কিছু পাওয়ার মতো -
অপেক্ষার সোপান পেরিয়ে,
চেতনার চৈতন্যে নীলাভ স্বাদে সমর্পিত,
ঘন অন্ধকারে ভালোবাসার গুঞ্জরণে,
নির্ণিমেষ তাকিয়ে থাকা তোমাতেই।
সমস্ত মেঘ উড়িয়ে,
জীবনের সঞ্চয়টুকু অহংকারটুকু,
প্রাপ্তির তৃপ্তিতে ভরপুর প্রতীক্ষার প্রয়াসে।
অনিবার্য নিয়তির মতো,
ফাগুনের ঝরাপাতার মতো!
সন্ধ্যার ললাটে বারবার রং মেশানো
জীবনের প্যালেটে,
আজন্ম সবুজ প্রেমে,
তুমিই আরাধ্য আমার।
===========