শান্ত সন্ধ্যার আলোছায়ায়,
একান্তে বসে তুমি-আমি।
মন ছুঁয়ে যায়, নিঃশব্দে,
যেন, শব্দহীন প্রেমের কাহিনী।
আলোর পরশ মেখে গায়ে,
দেখি তোমার মৃদু হাসি।
তোমার চোখের নীল স্বপ্নে,
জীবন তরঙ্গে যাই ভাসি।
তোমার হাতে হাত রেখে,
অনুভবে ভরাই প্রাণ।
শীতল হাওয়া বয়ে যায়,
মনে বাজে সুখের গান।
নিভৃতে বসে একান্তে,
ভুলে যাই সব ঝড়-ঝাপটা।
তুমি বিনা আমার পৃথিবী
মাঝি ছাড়া নৌকা যেমনটা।
স্বপ্নের ডানায় উড়ে যাই,
অনন্তের সীমানা ভুলে।
তোমার ছোঁয়ায় জীবন যেন,
ছন্দে, রন্ধ্রে, আনন্দে চলে।
এখনো যে রাত বাকি,
স্বপ্ন পথে চলার।
জীবন কান্তে, থেকো একান্তে,
এখনও বাকী অনেক বলার।
=======