কায়মনোবাক্যে আমার আজন্ম চাওয়া সেই তুমিটাকে,
বুকে আগলে রেখে রাতভর আদর করে চলে অন্যকোনো পুরুষ!
ভালোবাসার ক্ষুদ্র বীজ বপন করে বছরের পর বছর পরম মমতায়।
লালিত মহীরুহ তুমিটা আজ অন্য কারও বাহুডোরে আবদ্ধ!
তিলে তিলে সঞ্চিত ভালোবাসায় গড়া তাজমহলে-
আজ বেইমান শকুনের হাতছানি!
আজ তাহলে কি ধরেই নিব,
দুঃসময় কাটানোর একমাত্র অবলম্বন হিসেবে
বেছে নিয়েছিলে তুমি আমাকে?
যে ক'দিন প্রয়োজন ছিল সে ক'দিন
যাচ্ছেতাই ব্যবহার করে,
ঘৃণাভরে ভাঙা কাচের তৈজসপত্রের মতো ছুঁড়ে ফেলে দিয়েছ আমায় আস্তাকুঁড়ে?
এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খায়
হরদম!
অকারণে বাড়ায় হৃৎস্পন্দন;
দ্রুততর করে রক্ত সঞ্চালন,
কেড়ে নেয় ঘুম, দুর্বিষহ করে তুলে স্বাভাবিক জীবনযাপন,
চরম অস্থিরতায় কাটে প্রতিটি রাত!
তোমার হৃদপিণ্ডের গহীন কোটরে
প্রাণভোমরাটা আমার রেখেছিলাম
অতি সযতনে,
তোমার সুখেই খুঁজে নিয়েছিলাম
আমার সুখ!
অথচ কী অবলীলায় তুমি অন্য কারও
বুকে মাথা রেখে,
সুখের স্বর্গে ইটের পর ইট গেঁথে গড়ে তুলছো প্রতারণার সুরম্য প্রাসাদ!
আহা! কী বিচিত্র এই পৃথিবী!
আরও বেশি বিচিত্র এর মানুষগুলি!
তাই না?
========